ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে স’মিলে অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই
Published : Monday, 3 May, 2021 at 9:08 PM
বুড়িচংয়ে স’মিলে অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাইসৌরভ মাহমুদ হারুন ।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ফকিরবাজারস্থ গাউছিয়া মার্কেটে অবস্থিত মেসার্স সহিদ এন্ড সন্স স’মিলে অজ্ঞাত স্থান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাতে ৩০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত ২ মে রাত ১ টার দিকে। অগ্নিকাণ্ডের ফলে কারখানার শো রুমে থাকা বার্মাটিক সেগুনের দরজা ৩০ পিস, ৪ টি বক্স খাট, ২ সেট সোফা , ড্রেসিং টেবিল ২ টি, আলমারি ৩ টি, গাছের লগ ১৫০ পিস এবং ফিটিংস ও ফার্নিচারের মালামাল সহ পুড়ে ছাই হয়ে যায়। রাত প্রায় ৩ টার দিকে বাজার পাহাড়াদারদের চিৎকারে স্থানীয় জনগন ও সথ মিলের মালিক পক্ষরা এগিয়ে আসে। এসময় সোহেল আহাম্মদের নেতৃত্বে একটি অগ্নিনির্বাপক বাহিনী এসে আগুন নিভাতে সক্ষম হলেও এতে প্রায় ৩০ লক্ষ টাকার  মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ফয়েজ আহাম্মদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার হাজী এমদাদ হোসেনসহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।