ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবীদ্বারে ডা. ফেরদৌস খন্দকারের সহযোগিতায় ইফতার বিতরনের ৫ম দিন
Published : Monday, 3 May, 2021 at 9:11 PM
দেবীদ্বারে ডা. ফেরদৌস খন্দকারের সহযোগিতায় ইফতার বিতরনের ৫ম দিনএবিএম আতিকুর রহমান বাশার ঃ
মানবতার ফেরিওয়াালা নিউইয়র্ক প্রবাসী ডাঃ ফেরদৌস খন্দকারের সহায়তায় ৫ম দিনের মতো দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সামনে শ্রমজীবী সিএনজি,অটোরিকশা ড্রাইভারদের মধ্যে ২০০ প্যাকেট ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, আব্দুর রহমান,শওকত হোসেন পলাশ, মোঃ কাউছার হায়দার, শফিউল আলম রাজিব, মহিলা শ্রমিক লীগ নেত্রী শাহিনুর লিপি, আয়শা আলিয়ালী মুক্তা, রিমা আক্তার প্রমুখ। ডা. ফেরদৌস খন্দকারের সহযোগীতায় শ্রমজীবী সিএনজি,অটোরিকশা ড্রাইভারদের মধ্যে ২০০ প্যাকেট ইফতার বিতরণ কার্যক্রম পুরো রমজান মাস চলবে বলে আয়োজকরা জানিয়েছেন।