ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অসহায়ের পাশে থেকে সেবা করতে চাই-মহতাব হোসেন
Published : Tuesday, 4 May, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ।।
স্বপ্নের বুড়িচং-ব্রাহ্মণপাড়া গড়ে তুলতে চেয়েছেন কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা মাহতাব হোসেন। করোনা মহামারীতে অসহায় ও দুস্থদের মুখে হাসি ফোটাতে ঈদ উপহার সামগ্রী বিতরণের পর তিনি এ কথা বলেন। এ সময় তাঁর প্রতিষ্ঠিত সামাদ- মোর্শেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর, চান্দলা ও শশীদল ইউনিয়নের ১২ হাজার পরিবারের মাঝে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপহার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সকল ইউনিয়নে উপহার সামগ্রী বিতরণ করা হবে। উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলার চাল, সেমাই, চিনি, পেঁয়াজ, তেল, ডাল ও আলু। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের সূচনা বক্তৃতায় তিনি বলেন, ঈদ মানে আনন্দ। প্রতিটি মানুষের মধ্যে এক মাসের সিয়াম শেষে খুশির বার্তা নিয়ে প্রতিবছর ঈদ আসে আমাদের মাঝে। কিন্তু আপনারা জানেন, করোনা মহামারীতে বিশ্ব আজ স্থিমিত। মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত। এমত অবস্থায় আমি সবাইকে আহ্বান জানাব সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। তিনি বলেন, আমরা সামাদ মুর্শেদা ফাউন্ডেশন এর পক্ষ থেকে সারা বছরই মানুষের জন্য কাজ করছি। মানুষের জন্য কাজ করার মধ্যে আনন্দ আছে। মনে তৃপ্তি আছে। শুধু নিজে ভালো থাকলে ভালো খেলে হবে না, সবার কথা ভাবতে হবে। আর করোনা মহামারী আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানুষ কত অসহায় প্রকৃতির কাছে। বাসযোগ্য পৃথিবীতে একসঙ্গে থাকার লড়াই করা ছাড়া আমাদের আর কোন গন্তব্য নেই। সুতরাং মিলেমিশে থেকে সহায়তার মনোভাব নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান মনিরুল হক সরকার, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান কাশেদুল হক ভূঁইয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোস্তবা আলী শাহিন, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের স্থানীয়  নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।