ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
Published : Tuesday, 4 May, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার, লালমাই :
চলমান লকডাউনে করোনাভাইরাস মহামারির বিস্তার নিয়ন্ত্রণে কুমিল্লার লালমাই উপজেলার কর্মহীন হয়ে পড়া গুচ্ছ গ্রামের মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শুভেচ্ছা উপহার সামগ্রী দিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা।
গতকাল সোমবার সকালে উপজেলা মিলনায়তনে  কর্মহীন হয়ে পড়া অসহায় ২২ পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সামাজিক দূরত্ব মেনে ত্রাণ বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা বলেন, সমাজের দরিদ্র মানুষের পাশাপাশি লকডাউনে কর্মহীন হয়ে পড়া গুচ্ছ গ্রামের অসহায় ২২ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য পেশার মানুষের হাতে এই উপহার পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এছাড়া তিনি গত ১ মে  উপজেলার ভূশ্চি বাজারে আগুনে ভস্মীভূত ৬টি দোকানের স্থান পরিদর্শন করেন। পরবর্তীতে লকডাউনে স্বাস্থ্য বিধি মেনে না চলায় বাগমারা বাজারে তিন জনকে ১৫০০ টাকা জরিমানা করেন।