কুমিল্লায় করোনায় একদিনে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৭
Published : Tuesday, 4 May, 2021 at 12:00 AM
মাসুদ
আলম।। কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনের আরও তিনজনের মৃত্যু
হয়েছে। তাদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী। তারা করোনাভাইরাসে আক্রান্ত
হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার নতুন
তিনমৃত্যুসহ জেলায় এপর্যন্ত ৩৮৩ জন মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায়
কুমিল্লায় নতুন করে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ১২ হাজার
১১৮ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৮৬৬ জন। সোমবার
একদিনে সুস্থ হয়ে হয়েছেন ৩৯ জন। পরিসংখ্যানে দেখা যায় কুমিল্লায় ক্রমন্বয়ে
শনাক্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেড়েছে।
সোমবার (৩ মে) এই সব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়।
সোমবার
২৪ ঘন্টায় প্রাপ্ত ১২৪টি রিপোর্টের মধ্যে ১৭ করোনা শনাক্ত হয়। এদের মধ্যে
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ৯জন। এছাড়া বুড়িচং ও দাউদকান্দিতে একজন করে
এবং চৌদ্দগ্রাম, লাকসাম ও বরুড়া দুইজন করে।
এছাড়া দুই পুরুষ এবং এক নারীর মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় দুইজন পুরুষ (১৫), মহিলা (৬৫) এবং মনোহরগঞ্জে এক পুরুষ (৯৫)।