Published : Tuesday, 4 May, 2021 at 12:00 AM, Update: 04.05.2021 12:41:20 AM
পবিত্র
কোরআনে কারিম তেলাওয়াতের জাহেরী ছয়টি আদব হচ্ছে- ১. গভীর শ্রদ্ধা ও
এহতেমামের সহীত ওযুসহ কিবলা মুখি হয়ে বসিবে। ২. পড়ার সময় তাড়াতাড়ি না করিয়া
তারতীল ও তাজবীদের সহিত পড়িবে। ৩. রহমত ও আজাবের আয়াত সমূহের হক আদায়
করিবে অর্থাৎ রহমতের দোয়া করিবে এবং আজাব থেকে আল্লাহর আশ্রয় চাহিবে। ৪.
ভান করিয়া হইলে ও কান্নার চেষ্টার করিবে। ৫. রিয়া বা লোক দেখানোর ভয় হইলে
বা অন্য কোন মুসলমানের কষ্ট বা অসুবিধা হওয়ার আশংকা হইলে চুপে চুপে পড়িবে
নতুবা জোরে পড়িবে। ৬. মিষ্ট স্বরে পড়িবে।
কেননা কালামে পাক মিষ্ট স্বরে পড়িবার জন্য বহু হাদিসে তাকীদ আসিয়াছে।
বাতেনী
আদব ৬টি: ১. কালামে পাকের আজমত ও মর্যাদা অন্তরে রাখিবে যে ইহা কত উচ্চ
মর্যাদা সম্পন্ন কালাম ২. মহান আল্লাহতালার এই কালাম তাহার উচ্চশান, মহত্ব ও
বড়ত্ব অন্তরে রাখিবে ৩. অন্তরকে ওয়াস ওয়াসা ও বাজে খেয়াল হইতে পবিত্র
রাখিবে ৪. অর্থের প্রতি চিন্তা করিবে ও স্বাদ লইয়া পড়িবে। রাসুল (স:) একবার
সুরা মায়ীদার ১১৮ আয়াত যার অর্থ হল, হে আল্লাহ আপনি যদি তাহাদেরকে শাস্তি
দেন তবে তাহারাতো আপনারই বান্দা। আর যদি মাফ করিয়া দেন তবে আপনি
পরাক্রমশালী ওহিকমত ওয়ালা। পড়িতে পড়িতে সারারাত কাটাইয়া দিয়াছেন। হযরত সাঈদ
ইবনে জুবায়ের (রাফি:) একরাত্রে এই আয়াত পড়িতে পড়িতে সকাল করিয়াছেন যার
অর্থ হল, হে অপরাধী দল, আজ (কেয়ামতের দিন) তোমরা অনুগত বান্দাদের হইতে পৃথক
হইয়া যাও ৫. যখন যেই আয়াত পড়িবে তখন অন্তরকে সেই আয়াতের অনুগত করিয়া লইবে,
যেমন রহমতের আয়াত তেলাওয়াতের সময় অন্তর আনন্দে ভরিয়া উঠিবে। আযাবের আয়াত
তেলাওয়াতের সময় অন্তর কাঁপিয়া উঠিবে ৬. উভয় কান এমনভাবে নিবিষ্ট করিয়া
রাখিবে যেন আল্লাহতালা স্বয়ংকথা বলিতেছেন আর তেলাওয়াত করী নিজ কানে
শুনিতেছেন, আল্লাহতালা আমাদের সকলকে এই আদব সমুহের প্রতি লক্ষ রাখিয়া কোরআন
তেলাওয়াত করার তাওফীক দান করুন।