Published : Thursday, 6 May, 2021 at 12:00 AM, Update: 06.05.2021 1:36:09 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লালমাইয়ে পুকুরে মাছ চুরি করে ধরা পড়ে পালিয়ে গিয়ে অভিযুক্তরা জহিরুল ইসলাম নামে এক যুবককে মারধর করেছেন। মারধরে আহত হয়ে জহির কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জহির লালমাই উপজেলার পেরু দক্ষিণ ইউনিয়নের পেরু গ্রামের মৃত আবদুল ওয়াদুদের ছেলে।
বড় ভাই জাফর ও আরিফুর রহমান ডালিম জানান, গত ১৩ এপ্রিল রাতে পেরু গ্রামের তাদের নিজস্ব পুকুরে মাছ চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে একই গ্রামের মামুন, শাহ আলম, শিশির ও রামিম। আহত জহিরের হাতে ধরে পড়ে অভিযুক্তরা পালিয়ে যায়। এনিয়ে গ্রামের সালিশ বৈঠক হয়। ওই বৈঠকে অভিযুক্তরা কেউ আসেননি। পরবর্তীতে গত সোমবার রাতে জহিরুল ইসলামকে একা পেয়ে মাছ চুরির সঙ্গে জড়িত অভিযুক্তরা তাকে মারধর করে। আহত অবস্থায় উদ্ধার করে জহিরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্তদের মধ্যে পেরু গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে মো. মামুন, মৃত টুকু মিয়ার ছেলে মো. শাহ আলম, নুর আলমের ছেলে মো. শিশির ও আবদুর রহিমের ছেলে মো. রামিম।