ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গরীব অসহায় দুঃস্থদের মাঝ ঈদ উপহার বিতরণ করলেন সেলিমা সোবহান খসরু
Published : Thursday, 13 May, 2021 at 3:28 PM
গরীব অসহায় দুঃস্থদের মাঝ ঈদ উপহার বিতরণ করলেন সেলিমা সোবহান খসরু সৌরভ মাহমুদ হারুন ।। বৃহস্পতিবার দুপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সুপ্রীম কোর্টের আইন জীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরু র সহধর্মিণী  সেলিমা সোবহান খসরু এর ব্যক্তি গত তহবিল থেকে ঈদ উপহার বুড়িচং -ব্রাহ্মণপাড়ার বিভিন্ন স্থানে এক হাজার অসহায় গরীব দুঃস্থদের বিতরণ করেন। সেলিমা সোবহান খসরুর তহবিল থেকে এ সমস্ত ঈদ উপহার কাপড় মহিলাদের মাঝে বিতরন কালে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বুড়িচং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিষ্ণু কুমার ভট্টাচার্য্য এবং পরিচালনা করেন উপজেলা ছাত্র লীগের প্রস্তাবিত সভাপতি মোঃ গিয়াস উদ্দিন। 
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরু র সহধর্মিণী সেলিমা সোবহান খসরু। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান,যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন,  উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী সাবেক উপজেলা ভাইস  চেয়ারম্যান নাদেরা পারভীন আক্তার, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ সভানেত্রী অ্যাডভোকেট জাহানারা বেগম। 
আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস, হোসেন মাষ্টার, আব্দুর রশিদ পেপার, উপজেলা যুবলীগের প্রস্তাবিত সভাপতি হাজী মোঃ বিল্লাল হোসেন, যুবলীগ নেতা ইব্রাহিম খলিল মনির, সাংগঠনিক সম্পাদক মোঃ সমুন ভূইয়া, শ্রমিক লীগ নেতা মোঃ তারু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ লেলিন পিপু, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, যুগ্ম সম্পাদক বাদশা নাসির উদ্দিন, উপজেেলা সজিব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি এনামুল হক শান্ত, সেক্রেটারির মোঃ বেলাল হোসেন, মোঃ রবিউল হাসান, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ সুমন, শাহাবুদ্দিন সোহাগ। 
এসময় আরও উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেত্রী রাত্রি চৌধুরী, পীর যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভানেত্রী নাসিমা আক্তার, ময়নামতি ইউনিয়ন আওয়ামী লীগ সভানেত্রী শামসুননাহার, ষোলনল ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি পারুল আক্তার চৌধুরী, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভানেত্রী জুলেখা আক্তার, মোকাম ইউনিয়ন আওয়ামী লীগ সভানেত্রী আরমানারা বেগম প্রমুখ।