দুই মোটরসাইকেলের সংঘর্ষে বুড়িচংয়ে দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
Published : Tuesday, 18 May, 2021 at 12:00 AM
ব্রাণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি ।। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এর কালাকচুয়া এলাকায় ইইউ টানে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন মারাত্মক ভাবে আহত হয়। সোমবার সকাল ১০ টায় ঢাকার ধানমন্ডি ২৪ প্লাস হাসপাতালে চিকিৎসাধীনে মেহেদী হাসান মিলন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ঈদের দিন সকাল ১০টায় মহা সড়কের কালাকচুয়া এলাকায় ।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায় গত শুক্রবার ঈদের দিন সকাল ১০ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এর কালাকচুয়া এলাকায় ইইউ টান এলাকায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই জন মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে দুই জন কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরে মেহেদী হাসান মিলন কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শুক্রবার রাতে প্রেরণ করা হয়েছে। দুই দিন চিকিৎসাধীন থেকে মেহেদী হাসান মিলন অবশেষে ঢাকার ধানমন্ডি ২৪ প্লাস হাসপাতালে সোমবার সকাল ১০ টায় মৃত্যু বরণ করেন। নিহত মেহেদী হাসান মিলন উপজেলার ময়নামতি ইউনিয়ন এর শাহদৌলত পুর গ্রামের মোঃ রুহুল আমিন এর ছেলে। সে ম্যানেজমেন্টে অর্নাস পাস করে আলেখারচর বিশ্ব রোডে বাবার পার্সের ব্যবসা বানিজ্য দেখাশুনা করতো। এঋাড়া ববাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)এর সিনিয়র স্টাফ রিপোর্টার দিদারুল আলম এর বড় ভাগিনা। অপর আহত হল একই গ্রামের হাজী মোঃ মোস্তফা কামালের স্থানীয় কালাকচুয়া হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র তালহান (১৬)।