ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও তার স্ত্রী মীরা ভট্টাচার্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় মঙ্গলবার রাতে মীরা ভট্টাচার্যকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে আর বুদ্ধদেবের চিকিৎসা বাড়িতেই চলছে বলে ভারতের কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
কিছু শারীরিক সমস্যা দেখা দেওয়ায় কয়েকদিন আগে এ দম্পতির করোনাভাইরাস পরীক্ষা হয়; মঙ্গলবার সকালে ওই পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে।
আনন্দবাজার বলছে, সাবেক মুখ্যমন্ত্রীর শরীরে অক্সিজেনের মাত্রা এখনও উদ্বেগজনক পর্যায়ে যায়নি।
আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে বুদ্ধদেবের; সে কারণে সিপিএম (কমিউনিস্ট পার্টি) তাকে বাড়িতে রেখে চিকিৎসা করাতে না চাইলেও তিনি হাসপাতালে যেতে রাজি হচ্ছেন না বলে দলটির সূত্র স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ এড়াতে বুদ্ধদেব ও তার স্ত্রী মীরা দীর্ঘদিন ঘরের বাইরে বের হননি।
এ বছর দলের প্রচার বা কলকাতার ব্রিগেডে দলীয় সমাবেশে বর্ষীয়ান এ রাজনীতিককে দেখা যায়নি। চিকিৎসকরা বাইরে যাওয়ার অনুমতি না দেওয়ায় তিনি এবারের রাজ্য বিধানসভা নির্বাচনে ভোট দেওয়া থেকেও বিরত ছিলেন।