Published : Wednesday, 19 May, 2021 at 12:00 AM, Update: 19.05.2021 1:43:56 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা অজিত গুহ কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা
বাঁশরী দও আর নেই। কোভিড পরবর্তী জটিলতা নিয়ে গতকাল ভোর ৪ টায় দিল্লীর
একটি হাসপাতালে তিনি পরলোকে গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর।
বাঁশরী দও ১৯৪৩ সালের ১৩ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তাঁর গ্রামের
বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলায়।
তিনি ১৯৮০ থেকে ২০০৩
পর্যন্ত কলেজে কর্ম জীবন শেষ করে অবসর গ্রহণ করেন। কলেজে যোগদানের পূর্বে
তিনি কিছুদিন স্কুলেও শিকতা করেছেন। বাঁশরী দওের বাবা এডভোকেট অতীন্দ্র
ভদ্র ১৯৭১ সালে পাক বাহিনীর হাতে শহীদ হন।
তাঁর স্বামী ব্যারিস্টার
নিখিলেশ দও ডেপুটি এটর্নী জেনারেল ছিলেন। তাঁর দুই সন্তান। পুত্র সুমন
লন্ডনে স্থায়ীভাবে বসবাস করেন ও কন্যা কাঞ্চি দিল্লীতে বেসরকারি সংস্থার
পদস্থ কর্মকর্তা। বাঁশরী দও স্কুল জীবন থেকে সংগীতানুরাগী। তিনি বিশিষ্ট
রবীন্দ্র সংগীত শিল্পী। তিনি রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কুমিল্লা শাখার
প্রথম সভাপতি।
২০০৩ এ অবসর গ্রহণের পর তিনি ঢাকায় ‘গীতশতদল’ নামে
একটি সংগঠন করে আমৃত্যু সভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন। তাঁর মৃত্যতে গভীর শোক
প্রকাশ করেছেন তার সাবেক সহকর্মী ও সহশিল্পীরা।