Published : Wednesday, 19 May, 2021 at 12:00 AM, Update: 19.05.2021 1:42:28 AM
ইসমাইল নয়ন ॥ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন মেয়াদে ২ জন সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৩ জন পলাতক আসামী সহ ৮ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। এছাড়াও উপজেলার সালদানদী বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ এক যুবককে আটক করে থানা পুলিশের নিকট সুপর্দ করেছে।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দেউষ গ্রামের আব্দুল জলিলের ছেলে জামাল মিয়া (৩২)। সে একটি মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী। অপর সাজাপ্রাপ্ত আসামী শামীম আল মামুন বাদল (৪৫) ব্রাহ্মণপাড়া উপজেলা সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের মৃত শরাফত আলীর ছেলে। সে একটি মামলায় ৭ মাসের সশ্রম কারাদন্ড ও ৮ লক্ষ টাকা অর্থদন্ড প্রাপ্ত পলাতক আসামী ছিলেন। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহার নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
এছাড়াও পুলিশ উপজেলার উত্তর শশীদল গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত ছেরাগ আলীর ছেলে মাধক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আবুল হাসেম (৬০) এবং উপজেলার বড়ধুশিয়া গ্রামের জয়নাল আবেদীন জনু মিয়ার স্ত্রী একটি নিয়মিত মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী ফেরদৌসী (৩৭) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
এছাড়াও অন্যদিকে ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়ান ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী বিওপির বিজিবির হাবিলদার মো. রুহল আমিন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী গঙ্গানগর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকা থেকে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার হায়দরাবাদ গ্রামের মো. হোসেন মিয়ার ছেলে মো. ইউনুছ (২৮) কে ৪৪ বোতল বিয়ার ক্যানসহ আটক করেন। পরে বিজিবি সদস্যরা তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের নিকট সুপর্দ করেন।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সত্যতা স্বীকার করেন বলেন, গ্রেফতারকৃতদের একই দিন সকালে থানা পুলিশ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।