Published : Tuesday, 18 May, 2021 at 12:00 AM, Update: 18.05.2021 2:39:52 AM
মাসুদ আলম।।
করোনায়
চলমান লকডাউনে সব ধরনের বাস, মিনিবাসে পাশাপাশি দুইটি আসনের একটি খালি
রেখে যাত্রী পরিবহন করতে হবে। মোট আসন সংখ্যার অর্ধেকের বেশি যাত্রী বহন
করা যাবে না। সরকারের এমন নির্দেশনা না মেনে জেলার বিভিন্ন রুটে বাস,
মিনিবাস চলাচলে বর্ধিত ভাড়ায় অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগে কুমিল্লায়
অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। মাস্ক পড়া নিশ্চিত না করা এবং
স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সোমবার (১৭ মে) কুমিল্লা
ঢাকা-চট্টগ্রামসহ জেলার বিভিন্ন রুটে যাত্রী পরিবহনকৃত বাসে এই অভিযান
চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে কুমিল্লার উপকূল পরিবহন, ফারজানা
ট্রান্সপোর্ট এবং যমুনা পরিবহনের বাসসহ বিভিন্ন পরিবহনের বাসকে ৪ হাজার
টাকা জরিমানা করা হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী
কমশিনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সাঈদ বলেন, সরকারের
নির্দেশনা অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে বর্ধিত ভাড়ায় অতিরিক্ত যাত্রী
পরিবহনের অভিযোগে কুমিল্লার বিভিন্ন রুটে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান
আদালত। কুমিল্লা জেলা প্রশাসনের দুই ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম ফখরুল হোসাইন ও
সৈয়দ ফারহানা পৃথার নেতৃত্বে নির্দেশনা অমান্যকারী পরিবহনের বাসের
বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় তারা ভ্রাম্যমান আদালতের
মাধ্যমে কুমিল্লার উপকূল পরিবহন, ফারজানা ট্রান্সপোর্ট এবং যমুনা পরিবহনের
বাসসহ বিভিন্ন পরিবহনের বাসকে ৪ হাজার টাকা জরিমানা করেন।
তিনি আরও
জানান, করোনায় সরকারের নির্দেশনা বাস্তবায়ন ও বিভিন্ন পরিবহনের বাসে
স্বাস্থ্যবিধি যথাযথ ভাবে নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।