ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনা সংক্রমণ কমছে কুমিল্লায়
Published : Tuesday, 18 May, 2021 at 12:00 AM, Update: 18.05.2021 2:39:00 AM
করোনা সংক্রমণ কমছে কুমিল্লায়নিজস্ব প্রতিবেদক: মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ কমছে কুমিল্লায়। গত ২৪ ঘন্টায় জেলায় এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ জন। তার আগেরদিন রোববার আক্রান্ত হয়েছিলেন মাত্র ২ জন। এছাড়া গত ২ দিনে করোনায় কোনো প্রাণহানির ঘটনাও ঘটেনি কুমিল্লায়। সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এ তথ্য। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪৮৯ জনে। এর মধ্যে মারা গেছেন ৪১৫ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লায় করোনাভাইরাসের শনাক্তের হার কমে ৯ শতাংশে নিচে নেমে এসেছে। গত দুইদিনে জেলায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন মাত্র ৮ জন। সোমবার ৬ জন এবং রবিবার ২ জনের করোনা শনাক্ত হয়। সেই এই দুইদিন  কুমিল্লায় জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ্যতার হার বেড়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে সুস্থ হয়ছেন ২৫ জন। তারা সবাই কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা।
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় প্রাপ্ত ৬৭টি রির্পোটের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে মাত্র ৬ জনের। করোনা আক্রান্ত হয়ে মারা যাননি কেউ। তবে সুস্থ হয়েছেন ২৫ জন।
কুমিল্লা সির্ভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা যায়, কুমিল্লা এই পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৪১৫ জন মারা গেছেন। করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪৮৯ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১০ হাজার ২০৮ জন।