Published : Tuesday, 18 May, 2021 at 12:00 AM, Update: 18.05.2021 2:38:50 AM
সৌরভ মাহমুদ হারুন ,বুড়িচং ||
কুমিল্লার বুড়িচং উপজেলার রামনগর এলাকায় গোমতী নদীতে গোসল করতে নেমে সিয়াম নামের এক স্কুল ছাত্রের নিখোঁজ হওয়ার ২৬ ঘন্টা পরে নদীর একই স্থানে মৃত্যু দেহ ভেসে ওঠে। বিষয় টি নিশ্চিত করেছেন উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ সোহেল রানা। রোববার দুপুর ১২ টায় বুড়িচং উপজেলা সদরের সিয়াম ও তানভীর হোসেন নামের দুই আপন মামাতো ও ফুফাতো ভাই মিলে রামনগর গ্রামের বন্ধু আল আমিন কে সঙ্গে নিয়ে নদীতে গোসল করতে নেমে সাতার কাটা অবস্থায় মাঝ নদীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
ফায়ার সার্ভিস, পুলিশ ও চাচা আজাদ রহমান জানান, রোববার দুপুর ১২ টাশ জেলার বুড়িচং উপজেলা সদরের মোঃ বাবর মিয়ার ছেলে স্হানীয় মডেল একাডেমি স্কুলের নবম শ্রেণির ছাত্র ফারহান আহাম্মাদ সিয়াম ও ফুফাতো ভাই সেলিম হোসেন এর ছেলে বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের ২য় বর্ষে ছাত্র তানভীর হোসেন একত্র হয়ে একই উপজেলার ষোলনল ইউনিয়ন এর রামনগর গ্রামের মোঃ শাহ আলম এর ছেলে আল আমিন ওই গোমতী নদীতে গোসল করতে নামে।
নদীতে তিন বন্ধু মিলে সাতার কেটে পশ্চিম পাড়ে যায় এবং পুনরায় সাতার কেটে পূর্ব পাড়ে ফেরত আসার সময় স্কুল ছাত্র সিয়াম নদীর মাঝ খানে আসলে খর স্রোেেত পড়ে পানিতে তলিয়ে যাচ্ছে। এসময় স্কুল ছাত্র সিয়াম বাঁচা ও বলে আত্মা চিৎকার করে বাঁচার চেষ্টা করে তলিয়ে যায়। তখন সিয়ামের পিছনে থাকা তানভীর হোসেন ও আল আমিন চরম ভয় পেয়ে পশ্চিম পাড়ে ফেরত যায় এবং শোরচিৎকারে করে বিষয়টি এলাকাবাসী কে জানায়। স্থানীয় লোকজন বুড়িচং থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায়। ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মোঃ সোহেল রানা নেতৃত্বে একটি টিম উদ্ধার অভিযান চালায়। এসময় বুড়িচং থানা পুলিশ ও ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে সহযোগিতা করে।
গত রোববার দুপুর ১২,টা থেকে সোমবার দুপুর ২টার আগ পর্যন্ত নিখোজের আশ পাশের এলাকায় খোজাখুজি করে। এছাড়া রোববার বিকালে চাঁদপুর থেকে একটি টিম ডুবুরি এনে নদীর পানিতে খোজে ব্যর্থত হয়।
পরে সোমবার উদ্ধার অভিযান চলা অবস্থায় দুপুর টায় হঠাৎ ঘটনাস্থলে সিয়াৃের মৃত্যু দেহ ভেসে ওঠে।
বুড়িচং উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ সোহেল রানা জানান গোমতী নদীতে গোসল করতে নেমে সিয়াম নামের এক স্কুল ছাত্রের নিখোঁজ এর ২৬ ঘন্টা পরে লাশ ভেসে ওঠে। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের চলমান অবস্হায় যে স্থান দিয়ে নিখোঁজ হয় সে স্থানে লাশ ভেসে ওঠে। আমরা লাশ বুড়িচং থানা পুলিশে লাশ হস্তান্তর করি।
বুড়িচং থানার ওসি তদন্ত মোঃ মাসুদ খাঁন জানান নিখোজ স্কুল ছাত্রের লাশ সোমবার দুপুরে (২টায়) ফায়ার সার্ভিসের টিম ও ডুবুরি দল উদ্ধার করে আমাদের নিকট হস্তান্তর করেন। আমরা নিহত সিয়ামের আত্মীয় স্বজনের নিকট লাশ বুঝিয়ে দেই।