ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার মহাসড়কে ডাকাত ও ছিনতাই চক্রের ছুরিকাঘাতে এক যুবক খুন!
Published : Tuesday, 18 May, 2021 at 2:30 PM
কুমিল্লার মহাসড়কে ডাকাত ও ছিনতাই চক্রের ছুরিকাঘাতে এক যুবক খুন!মাসুদ আলম।।
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ সড়কপথে যাত্রা বিপজ্জনক হয়ে উঠেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুমিল্লার মহাসড়কগুলোতে ভয়ংকররূপে দেখা দিয়েছে সশস্ত্র ডাকাতি, ছিনতাই ও অপহরণ। কখনও যাত্রীবেশে বাসে উঠে, আবার কখনও কৌশলে প্রাইভেটকারে উঠিয়ে এবং মোটরসাইকেল থামিয়ে অস্ত্রের মুখে অহরহ ঘটছে দুর্ধর্ষ সড়ক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। কেড়ে নিচ্ছে জানমাল। বাঁধা দিলেই ছুরি ও অস্ত্রের আঘাতে কেড়ে নিচ্ছে প্রাণ। সোমবার (১৭ মে) ঈদের ছুটি শেষে রাতে বাড়ি থেকে ঢাকায় যাওয়ার পথে ছিনতাই চক্রের সদস্যদের ছুরিকাঘাতে মোহাম্মদ বিল্লাল হোসেন (২৬) নামে এক যুবক খুন হয়েছেন। শরীয়তপুর থেকে মোটরসাইকেল যোগে ঢাকা যাওয়ার পথে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজায় ছিনতাইকারীদের হাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিল্লাল শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার আজিজ বালার কান্দি গ্রামের মোহাম্মদ ইয়াছিন মাহমুদের ছেলে।
চাচা মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, বিল্লাল ঢাকার মিরপুর শেওড়াপাড়া এলাকায় স্যামসাং ইলেকট্রনিক্সের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ঈদুল ফিতরের ছুটিতে বাড়িতে আসেন বিল্লাল হোসেন। ছুটি শেষে সোমবার ভগ্নিপতি ইব্রাহিম ও খালাতো ভাই ইলিয়াসকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে ঢাকায় কর্মস্থলে যাচ্ছিলেন। কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজায় সোমবার রাত ১০টায় পৌঁছলে ছিনতাই চক্রের সদস্যরা পথ রোধ করে সঙ্গে থাকা টাকা, পয়সা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল নেওয়ার চেষ্টায় বাঁধা দিলে ছিনতাইকারী সদস্যরা বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। মোটরসাইকেল আরোহী ভগ্নিপতি ও খালাতো ভাই বিল্লালকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পুলিশ তাকে মৃত ঘোষণা করে।
পরে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
বিল্লালের চাচা আক্তারুজ্জামান আরও জানান, হত্যাকাণ্ডের ঘটনা জানতে পেরে মঙ্গলবার সকালে শরীয়তপুর থেকে দাউদকান্দি থানায় গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরবর্তীতে ময়নাতদন্ত শেষে বিল্লালের মরদেহ শরীয়তপুর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
দাউদকান্দি থানার ওসি নজরুল ইসলাম জানান, টোলপ্লাজায় ছিনতাই চক্রের সদস্যদের ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় সঙ্গে থাকা ভগ্নিপতি বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। সোমবার রাতে টোলপ্লাজায় ছুরিকাঘাতের ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে না পেয়ে পরবর্তীতের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে। নিহত বিল্লালের মরদেহ ময়নাতদন্ত সম্পূন্ন হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ছিনতাই চক্রের সদস্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
কুমিল্লার হাইওয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, মহাসড়কের যাত্রীদের গন্তব্য নিশ্চিত করতে এবং ডাকাতি ও ছিনতাই রোধে হাইওয়ে পুলিশের টহল বিরতিহীনভাবে চলতে থাকে। সোমবার রাতে টোলপ্লাজায় এলাকায় ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে টোলপ্লাজা কর্তৃপক্ষ ও আনসার যাত্রীদের নিরাপত্তায় দায়িত্বে রয়েছেন। এছাড়া জেলা পুলিশও টহলে থাকেন। তারপরও কিভাবে এধরণের অপ্রীতিকর ঘটনা ঘটে মামলা হলে জেলা পুলিশ তা তদন্ত করে দেখবেন।