শাহীন আলম, দেবিদ্বার :
দীর্ঘ প্রতীক্ষার অবসান। দেবিদ্বার পৌর এলাকার উপজেলা আবাসিক এলাকায় তৈরি হতে যাচ্ছে অত্যাধুনিক মানের ইনডোর ব্যাডমিন্টন স্টেডিয়াম। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান ইনডোর স্টেডিয়াম কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান হাজী আবুল কাশেম ওমানী, উপজেলা ব্যাডমিন্টন একাডেমির সভাপতি মো. ইকবাল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেনসহ মো. আবুল হোসেন, অলিউল্লাহ সরকারসহ আরও অনেকে।
ইউএনও রাকিব হাসান বলেন, দেবিদ্বারে আধুনিক মানের একটি ব্যাডমিন্টন কোচিং একাডেমি খোলারও পরিকল্পনা নেওয়া হয়েছে। যাতে এখানে ব্যাডমিন্টন খেলা শেখা যায়।
দেবিদ্বার শহরে ফুটবলের খেলার বড় মাঠ রয়েছে। সেখানে বড় বড় ম্যাচ হয়। কিন্তু, এই শহরে ব্যাডমিন্টনের জন্য কোনও ইনডোর স্টেডিয়াম নাই। স্থানীয়দের কথা ভেবে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল নিজে উদ্যোগী হন। উপজেলা নির্বাহি অফিসার রাকিব হাসান ও দেবিদ্বার ব্যাডমিন্টন একাডেমির সভাপতি, ছাত্র লীগের আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল এই উদ্যোগে শামিল হন।
সাংসদ বলেন, দেবিদ্বার ব্যাডমিন্টন ইন্ডোর স্টেডিয়াম নাই। তাই এটি তৈরি করা হচ্ছে। এবার খেলাধুলার মান আরও উন্নত হবে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হাজী মো. কাইয়ুম ভুইয়া,সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,আমাদের দেবিদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম, ইকবাল হোসেন রুবেল,ফখরুল ইসলাম সাগর, শাহীন আলম, মাহমুদুল হাসান, মাসুদ রানা, নাছির উদ্দিন, আরিফুল ইসলাম, সাহিদুল ইসলাম প্রমুখ।