ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাংবাদিক রোজিনার মামলা তদন্ত করবে গোয়েন্দা পুলিশ
Published : Wednesday, 19 May, 2021 at 4:42 PM
সাংবাদিক রোজিনার মামলা তদন্ত করবে গোয়েন্দা পুলিশসাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা ‘অফিসিয়াল সিক্রেটস’ আইনের মামলার তদন্তভার পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মামলার নথিপত্র বুধবার ডিবিতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-কমিশনার মো.সাজ্জাদুর রহমান।

তিনি বলেন, “নথি আজ সকালে ডিবিকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারাই মামলার পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে।”

ঢাকার শাহবাগ থানার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৫ জুলাই দিন ধার্য করেছে আদালত।

রাষ্ট্রীয় গোপন নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সোমবার সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের এক কর্মকর্তার কক্ষে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়।

পরে রাতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডিবিধির কয়েকটি ধারায় মামলা করে স্বাস্থ্যসেবা বিভাগ।

রোজিনা ইসলাম ওই অভিযোগ অস্বীকার করেছেন। আর তার সহকর্মীরা বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘অনিয়ম-দুর্নীতি’ নিয়ে প্রতিবেদন করায় তাকে ‘হয়রানি’ করা হচ্ছে।

সচিবালয়ে আটকে রাখার সময় রোজিনাকে শারীরিকভাবে হেনস্তা করা হয় বলেও অভিযোগ করেছে তার পরিবার।

পুলিশ রোজিনাকে রিমান্ডে নেওয়ার আবেদন করলেও মঙ্গলবার ঢাকার একটি আদালত তা খারিজ করে দেয়।

বর্তমানে কাশিমপুর কারাগারে রাখা হয়েছে রোজিনাকে। বৃহস্পতিবার হাকিম আদালতে তার জামিন শুনানির কথা রয়েছে।