ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গাজায় বোমাবর্ষণের ন্যায্যতায় কোরআনের আয়াত ব্যবহার করলো ইসরায়েল
Published : Wednesday, 19 May, 2021 at 5:11 PM
গাজায় বোমাবর্ষণের ন্যায্যতায় কোরআনের আয়াত ব্যবহার করলো ইসরায়েলইসরায়েলের আরবি ভাষার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টের একটি পোস্টের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন মধ্যপ্রাচ্যের মুসলিমরা। ওই টুইটার পোস্টে ফিলিস্তিনের গাজায় চলমান বোমাবর্ষণকে ন্যায্যতা দিতে কোরআন শরিফের একটি আয়াত তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার সকালে টুইট বার্তাটি প্রকাশ করা হয়। এতে কোরআনের ১০৫তম সূরা আল-ফিল-এর একটি আয়াতের সঙ্গে ইসরায়েলি বিমান হামলায় একটি ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলি ওঠা একটি ছবি প্রকাশ করা হয়েছে।

ইসলাম ধর্মমতে, সূরা আল-ফিলে প্রাক-ইসলামিক যুগে আরব ইতিহাসের একটি অধ্যায় তুলে ধরা হয়েছে। ফিল অর্থ হলো হাতি। এ সূরায় হস্তিবাহিনীর ঘটনা সংক্ষেপে বর্ণিত হয়েছে। যুদ্ধের হাতি নিয়ে একটি বাহিনী মক্কার কাবা আক্রমণ করতে গেলে পাখির ঝাঁক পাথর ফেলে তাদের পরাজিত করে।

ফলো-আপ টুইটার পোস্টে বলা হয়, এটি হলো মিথ্যাবাদীতার বিরুদ্ধে ন্যায়ের পথে থাকা মানুষদের সমর্থনে ঈশ্বরের সহযোগিতা করার সামর্থ্যের একটি নমুনা। বিশেষ করে যখন ইরানের হয়ে কাজ করা হামাস এই অঞ্চলে অস্থিতিশীলতা ছড়াতে চায়। আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী) গাজায় হামাস সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করেছে।

মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই তাদের খবরে উল্লেখ করেছে, এর মধ্য দিয়ে কোরআনের আয়াতে মক্কার কাবাকে রক্ষা করা পাখির ঝাঁক হিসেবে নিজেদের দাবি করেছে ইসরায়েল। আর যুদ্ধের হাতি হিসেবে হামাসকে তুলে ধরেছে।

এই বিষয়ে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে টুইটার অ্যাকাউন্টটি পরিচালনকারী ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে টুইট দুটিতে কী বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে জানতে চাইলে তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

১০ মে গাজায় বিমান হামলার মাধ্যমে বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। এখন পর্যন্ত এই হামলায় ২১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৬১ শিশু ও ৩৬ নারী রয়েছেন।

এমন পরিস্থিতিতে আরবি ভাষায় কোরআনের আয়াতসহ ইসরায়েলের টুইটটি মধ্যপ্রাচ্যের মুসলিমদের মনে ক্ষোভের জন্ম দিয়েছে। আরব মুসলিমরা ইসরায়েলকে নিপীড়নকারী হিসেবে মনে করেন।

এক টুইটার ব্যবহারকারী ব্যঙ্গ করে জানতে চেয়েছেন, এবং আপনারা হলেন ন্যায়পরায়ণপর মানুষ?

অপর একজন প্রতিক্রিয়ায় লিখেছেন, ইসরায়েলের আরবি ভাষার টুইটার অ্যাকাউন্টে গাজায় বোমাবর্ষণ নিয়ে কোরআনের আয়াত ব্যবহারের চেয়ে জঘন্য ও অমানবিক আর কিছু হতে পারে না। আমাদের পবিত্র গ্রন্থের আয়াত তোমাদের অসুস্থ ও প্যাঁচানো নান্দনিকতায় ব্যবহারের মতো কিছু না।

মার্কিন প্রকাশনা সংস্থা মন্ডোওয়েইসিস এক কথায় লিখেছে, এটি বিরক্তিকর।

প্রখ্যাত পাকিস্তানি-আমেরিকান ইসলামিক স্কলার ড. ইয়াসির কাজি বলেন, এটি কোরআন ও মানুষের পবিত্রতা নষ্ট করার মতো বিদ্রুপ। তবে এটিকে পুরো মুসলিম বিশ্বকে ইসরায়েলের মশকরা হিসেবে মানতে রাজি নন।