ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান: বাণিজ্যমন্ত্রী
Published : Wednesday, 19 May, 2021 at 5:36 PM
করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান: বাণিজ্যমন্ত্রীকরেনায় ক্ষতিগ্রস্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (১৯ মে) তিন দিনের সফরে নিজ নির্বাচনী এলাকা রংপুর-৪ এর পীরগাছা উপজেলার দেউতি স্কুল অ্যান্ড কলেজ’র হল রুমে হতদরিদ্র নারী-পুরুষের মাঝে বস্ত্র, মাস্ক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ছামছুল আরেফিন, জেলা আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান চৌধুরী তুহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, পারুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বিকেলে পীরগাছা উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন এবং করোনাকালীন সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রী বলেছেন, এখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়িত্ব হলো করোনায় ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বাণিজ্যমন্ত্রী বলেন, করোনা মহামারি সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। জনসাধারণকে সচেতন করতে মসজিদে ইমামগণকেও দায়িত্ব পালন করতে হবে। করোনার ভয়াবহতা ও নিরাপদ থাকার উপায় সবাইকে জানাতে হবে।

বাণিজ্যমন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা পীরগাছা উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ঘুরে দেখেন এবং হতদরিদ্র নারী পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি, খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করেন। এ ছাড়াও উপজেলার ইমাম ও মুয়াজ্জিনদের পাঞ্জাবি উপহার দেন।