কক্সবাজারের টেকনাফে মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবাসহ ছয় রোহিঙ্গা মাঝি-মাল্লাকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি কাঠের মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। বুধবার (১৯ মে) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বিষয়টি নিশ্চিত করেন।
আটক মাঝি-মাল্লারা হলো– টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌছনী ক্যাম্পের মো. আব্দুল্লাহ, মো. ইব্রাহীম, মো. আলম, মো. ইয়াছির, নূর মোহাম্মদ, করিম উল্লাহ।
আমিরুল হক বলেন, ‘বুধবার সকালে টেকনাফ পৌরসভায় কায়ুকখালী খাল এলাকা দিয়ে ইয়াবার চালান পাচারের খবরে স্টেশন কমান্ডার টেকনাফ লে. কমান্ডার এম মিরাজুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘাটে একটি নৌকা জব্দ করে তল্লাশি চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবাসহ ছয় পাচারকারীকে আটক করা হয়।’
এই কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।