করোনা নিয়ে অনুশীলন করে গেছেন ইব্রাহিম
Published : Thursday, 20 May, 2021 at 12:00 AM
করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় দলের মিড ফিল্ডার ইব্রাহিম দুদিন দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন। ঈদের ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরে দলের সঙ্গে তার চলাফেরাও ছিল স্বাভাবিক। তার সঙ্গে রুম শেয়ার করেছেন সোহেল রানা।
কোভিড পরীার ফল পাওয়ার আগে জাতীয় দলের ফুটবলারদের এমন চলাফেরায় অবাক অনেকেই। তবে আশার বিষয়, ইব্রাহিম, সোহেল বা দলের কারো কোভিডের কোনো উপসর্গ নেই। প্রত্যেকে সুস্থ আছে। শরীরে কোনো জড়তাও নেই। নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া বিভাগ।
বাফুফে জানায়, 'মোহাম্মদ ইব্রাহিম কোভিড পজিটিভ। তবে তার শরীরে করোনার কোনো প্রকার উপসর্গ নেই। ইতিমধ্যেই তাকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আইসোলেশনে রাখা হয়েছে।'
মঙ্গলবার (১৯ মে) রাতে রাইজিংবিডিকে ইব্রাহিমের করোনা আক্রান্তের বিষয়টি মুঠোফোনের নিশ্চিত করেছেন দলের ম্যানেজার ইকবাল হোসেন।
কাতার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প চলছে। গত ১৬ মে ফুটবলার এবং সংশ্লিষ্ট সবার কোভিডের নমুনা নেওয়া হয়। দুই দিন পর গতকাল রাতে ফল হাতে আসে। এতে দেখা যায় ইব্রাহিম পজিটিভ। তার সঙ্গে রুম শেয়ার করা সোহেল রানা কোভিড নেগেটিভ আসলেও তাকেও আইসোলেশনে রাখা হয়েছে বলে জানা গেছে।