বিশ্বকাপের বাছাইয়ে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপে মাঠে নামার আগে দলকে দুটি প্রস্তুতি ম্যাচ খেলানোর পরিকল্পনা ছিল বাফুফের। যে কারণে ২২ মে জামাল ভূঁইয়াদের কাতার পাঠাতে চেয়েছিল বাফুফে।
কিন্তু করোনা ভাইরাসের কারণে কাতারে স্বাস্থ্যবিধি কড়কাড়ি হওয়ায় প্রস্তুতি ম্যাচ, ফুটবল দলের সুইমিং, জিম, ডাইনিং সুবিধা দিতে পারবে না কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। অনুশীলন মাঠ ও হোটেল ছাড়া ফুটবলাররা আর কোথাও যাওয়ার অনুমতি পাবে না। যে কারণে বাফুফে এখন প্রথম ম্যাচের চারদিন আগে ৩০ মে ফুটবল দল কাতারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
বাফুফে মনে করছে, আগে গিয়ে বসে থাকার চেয়ে দেশে ফাইভ স্টার হোটেলে সর্বোচ্চ সুবিধা দিয়ে এখানে অনুশীলন করাই শ্রেয়। কাতার যাওয়ার আগ পর্যন্ত ফুটবলাররা হোটেল ইন্টারকন্টিনেন্টালে থেকে সুইমিং, জিম, ডাইনিংয়ে উন্নতমানের সুবিধা নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে।
করোনাকালে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন স্বাস্থ্যবিধির মধ্যে থেকে দেশগুলোকে সর্বোচ্চ কী সুযোগ-সুবিধা দিতে পারবে তা নিয়ে বুধবার বিকেলে ভার্চুয়াল সভা করেছে এএফসি। বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও ওমান ফুটবল দলের ম্যানেজার, মিডিয়া ম্যানেজার ও ফেডারেশনের কর্মকর্তারা এই ভার্চুয়াল সভায় অংশ নেন।
ভার্চুয়াল এ সভায় এএফসি জানিয়ে দিয়েছে- কোন দল কবে কাতারে পৌঁছাবে, কোথায় থাকবে, কোথায় অনুশীলন করবে এবং হোটেল থেকে অনুশীলন মাঠ ও ম্যাচ ভেন্যুর দূরত্ব কতো। এ ছাড়া কোনো দেশের ভিসা সংক্রান্ত ও ফাইট সংক্রান্ত কোনো সমস্যা আছে কি না, অন্যান্য কী কী বিধিনিষেধ রয়েছে, কোয়ারেন্টাইন অবস্থায় দলের সদস্যরা কী করতে পারবে, কী পারবে না এসব বিষয়ে ব্রিফ করেছে এএফসি।