সাংবাদিক রোজিনাকে হেনস্তার প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন
Published : Thursday, 20 May, 2021 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় অসাধু কর্মকর্তা কর্তৃক প্রথম আলোর জৈষ্ঠ্য প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন করেছেন দাউদকান্দির স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক্স মিডিয়ার সাংবাদিকরা।
বুধবার বিকাল সাড়ে ৫ টায় দাউদকান্দি প্রেসক্লাবের আয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে উপজেলায় কর্মরত সাংবাদিকরা এই মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধন থেকে সাংবাদিকরা প্রথম আলোর জৈষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে অনতিবিলম্বে মুক্তির দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলন এর হুঁশিয়ারি দেন।
এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দির সিনিয়র সাংবাদিক এম. এইচ. মোহন, আবদুল মান্নান, মোহাম্মদ হানিফ খাঁন, মো: জাকির হোসেন হাজারী, আলমগীর হোসেন, আবদুর রহমান ঢালী, শহীদউল্লাহ সাদা, লিটন সরকার বাদল, জহিরুল ইসলাম জিল্লু, মো. আলী আশরাফ খান, শাহীন আহমেদ চৌধুরী, হোসাইন মোহাম্মদ দিদার, মো: আনিস খাঁন, আবু তাহের নয়ন, রাজীব হোসেন জয়, ইকরামুল হাসান প্রমূখ।
মানববন্ধন চলাকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।