২৪ দিনে ভার্চুয়ালি কারামুক্ত ৪১৮৪৯ আসামি
Published : Thursday, 20 May, 2021 at 12:00 AM
করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে চলমান বিধিনিষেধের মধ্যে ভার্চুয়ালি ২ হাজার ১৮৫টি ফৌজদারি মামলার শুনানিতে জামিন-দরখাস্ত নিষ্পত্তি করে সারাদেশের অধস্তন আদালতে মঙ্গবার (১৮ মে) জামিন পেয়েছেন ৯৯৮ জন হাজতি।
এ নিয়ে মোট ২৪ কার্যদিবসে সারাদেশে (নি¤œ) অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৭৮ হাজার ৩০১টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয় এবং মোট ৪১ হাজার ৮৪৯ জন ব্যক্তি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।
বুধবার (১৯ মে) দুপুরে গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান।
মোহাম্মদ সাইফুর রহমান জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।
একদিনে ২ হাজার ১৮৫টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন-দরখাস্ত নিষ্পত্তি করে সারাদেশের অধস্তন আদালতে গতকাল মঙ্গবার জামিন পেয়েছেন ৯৯৮ জন হাজতি।
আর গত ১২ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত মোট ২৪ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৭৮ হাজার ৩০১টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয় এবং মোট ৪১ হাজার ৮৪৯ জন হাজতি-অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার মুক্ত হয়েছেন।