ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেশে ফিরল ভারতে আটকা পড়া আরও ২৪ বাংলাদেশি
Published : Thursday, 20 May, 2021 at 12:00 AM
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দর দিয়ে ভারতে আটকা পড়া আরও ২৪ বাংলাদেশি দেশে ফিরেছন।
বুধবার (১৯ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত ছোট ছোট দলে ভাগ হয়ে ২৪ যাত্রী বাংলাদেশে প্রবেশ করেন।
সোনামসজিদ ইমিগ্রেশন অফিসার জাফর ইকবাল বলেন, প্রত্যেক যাত্রীকে সতর্কতার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার পর হোটেলে রাখা হয়েছে। যাত্রীদের থাকা-খাওয়াসহ যাবতীয় খরচ নিজেদেরই বহন করতে হবে।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েরা খানম বলেন, ভরতফেরত যাত্রীদের বৃহস্পতিবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। তাদের সোনামসজিদ ডাকবাংলাতে রাখার ব্যবস্থা করা হয়েছে। করোনা পজিটিভ হলে তাদের ২৫০ শয্যার জেলা হাসপাতালের আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হবে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বী বলেন, কোয়ারেন্টিনে থাকা যাত্রীরা যাতে কেউ পালিয়ে যেতে না পারে সে জন্য নিরাপত্তার দায়িত্বে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে।
এর আগে সকালে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতে আটকে পড়া ১৪ বাংলাদেশি দেশে ফিরেছেন।