Published : Thursday, 20 May, 2021 at 12:00 AM, Update: 20.05.2021 1:56:19 AM
ইসমাইল নয়ন ॥ কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনে বিএনপি থেকে দুই বারের মনোনীত প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক এ এস এম আলাউদ্দিন ভূইয়া গতকাল বুধবার (১৯ মে) দিনব্যাপী ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর, সেনের বাজার, শশীদল, হরিমঙ্গল ও বুড়িচং উপজেলার পাঁচোড়া, শংকুচাইল, ছয়গ্রাম, বাকশিমুল এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে ঈদ পরবর্তী মতবিনিময় করেছেন। এছাড়াও তিনি, একই দিন সকালে নেতাকর্মীদের নিয়ে ব্রাহ্মণপাড়ার শশীদল ইউপির সাবেক চেয়ারম্যান ময়নাল হোসেনের কবর জিয়ারত করেন।
এসময় এক প্রশ্নের জবাবে কুমিল্লা-৫ এর জনপ্রিয় নেতা এ এস এম আলাউদ্দিন ভূইয়া বলেন, আমি দলের দূর সময়ের কান্ডারী এবং বিএনপি থেকে দুই দুই বারের মনোনীত প্রার্থী ছিলাম। তিনি আরও বলেন, আমি বুড়িচং ব্রাহ্মণপাড়া দুই উপজেলাবাসীর সুখে দুঃখে পাশে ছিলাম, আছি এবং থাকবো। এলাকাবাসী সুখে দুঃখে আমাকেই পাশে পায়। এলাকার জনগন চাইলে সকলকে নিয়ে আগামী উপ নির্বাচনের বিষয়ে আমি চিন্তা করবো।
এসময় উপস্থিত ছিলেন, শিদলাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মাসুম, শশীদল ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মো. মোস্তফা কামাল, মাধবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নূর আলম সরকার, শশীদল ইউনিয়ন বিএনপির সধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু, সহ সভাপতি বাবুল মালদার, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মাধবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, উপজেলা তাতিদল নেতা মোখলেছুর রহমান, বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন সোহাগ, যুবদল নেতা জামাল হোসেন, মানিক মিযা, বিএনপি নেতা মফিজুল ইসলাম, আবদুর রাজ্জাক মস্টার, হুমায়ুন কবির মাস্টার, নজরুর ইসলাম নান্নু, ছাত্রদল নেতা রিমন, জুয়েল, রিয়াজ, সাজ্জাদ হোসেন, সেলিম মিয়া ও মাধবপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব ফসাল কবির আখন্দ প্রমুখ।