ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মেঘনায় ১ লাখ চিংড়ির রেণু জব্দ
Published : Wednesday, 2 June, 2021 at 1:58 PM
মেঘনায় ১ লাখ চিংড়ির রেণু জব্দভোলার মেঘনায় একটি ট্রলার থেকে এক লাখ পিস গলদা চিংড়ির রেণু জব্দ করেছে মৎস্য বিভাগ।

মঙ্গলবার রাতে গোপন সংবাদ পেয়ে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের লঞ্চঘাটের পাশে বালুরমাঠসংলগ্ন মেঘনা নদীতে একটি ট্রলার থেকে পাঁচটি ড্রামভর্তি অবৈধ গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়।

 জব্দকৃত রেণু মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ছাড়া জব্দকৃত ট্রলারটি নিলাম দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দৌলতখান মৎস্য কর্মকর্তা মো. মাহফুজ হাসনাইন।

তিনি জানান, মেঘনা নদী থেকে একটি ট্রলার, পাঁচটি ড্রামভর্তি অবৈধ গলদা চিংড়ির রেণু ও একটি মশারি জাল জব্দ করা হয়। পরে ওই রাতে দৌলতখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ চৌধুরীর উপস্থিতিতে চিংড়ির রেণু মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

জব্দকৃত ট্রলার ২৮ হাজার টাকা নিলাম দেওয়া হয় এবং মশারি জালটি আগুনে পুড়িয়ে ফেলা হয়।

এদিকে একটি সংঘবদ্ধচক্র ভোলার দৌলতখান উপজেলার মদনপুর, ভবানীপুর, হাজিপুর, সৈয়দপুর, বোরহানউদ্দিনের হাকিম উদ্দিন ও মির্জাকালু এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এ অবৈধ চিংড়ির রেণু ব্যবসা করে আসছে বলে জানান স্থানীয়রা।