ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২৪ ঘন্টায় ২৯ মিলিমিটার বৃষ্টিতে রাস্তাঘাটে পানি
কুমিল্লায় থেমে থেমে ভারী বৃষ্টি, চলবে কয়েক দিন
Published : Wednesday, 2 June, 2021 at 12:00 AM, Update: 02.06.2021 1:04:44 AM
কুমিল্লায় থেমে থেমে ভারী বৃষ্টি, চলবে কয়েক দিনমাসুদ আলম।। কুমিল্লায় থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কুমিল্লা আবহাওয়া অফিস। এর আগে গত সোমবার সারাদিন জেলার ১৪.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া আগামী ২/৩ দিনেও কুমিল্লা জেলার বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ুুর প্রভাবে শুরু হওয়া এই স্বস্তির বৃষ্টি জনসাধারণের দুর্ভোগ বাড়িয়েছে। থেমে থেমে দিনভর হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিতে কুমিল্লার নজরুল এভিনিউ, রাজগঞ্জসহ নগরীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এ সময় সাধারণ মানুষ এবং পথচারীরা চরম দুর্ভোগের পড়েন।
কুমিল্লা জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া জানান, পশ্চিমা লঘুর চাপের প্রভাবে সারাদেশের ন্যায়ে কুমিল্লা জেলায় হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হয়েছে। আগামী ২/৩ দিনও জেলার বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির অব্যাহত থাকবে। তবে একটানা ভারী বর্ষণের সম্ভাবনা কম।
তিনি আরও জানান, মঙ্গলবার কুমিল্লা জেলায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। গত মে মাসের তুলনায় এদিন সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে গত কয়েকদিন যাবৎ প্রচ- গরম, অতিষ্ঠ জনজীবন, ঘরে বাইরে কোথাও শান্তি নেই, সকলের প্রার্থনা বৃষ্টি কখন হবে। কারণ বৃষ্টি হলে যে গরম কিছুটা কমবে। শান্তি আসবে জনজীবনে। অবশেষে রবিবার আকাশে মেঘ জমেছে মৃদুমন্দ বাতাস বইতে থাকে। আকাশে মেঘের ঘনঘটায় মনে হচ্ছিল রবিবার রাতে বৃষ্টি হতে পারে।
অবশেষে সোমবার ভোর থেকে ঝড়ের গতিতে বাতাস ও বৃষ্টির দেখা পেল কুমিল্লাবাসী। কোথায় থেকে যেন জনজীবনে শান্তি মিললো।
কুমিল্লার বাসিন্দা শামিম আহমদ বলেন, গত কয়েক দিনের গরমে অতিষ্ট, সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করেছি বৃষ্টির জন্য অবশেষে বৃষ্টির দেখা পেলাম।
আরেক বাসিন্দা লাল আহমদ বলেন, মনে হচ্ছিল গরমে মরেই যাব, এত গরম আমার জীবনেও লাগেনি, পুকুরের পানিতে গোসল করেছি, তারপরও শান্তি মেলেনি, অবশেষে বৃষ্টি পেয়ে খুব শান্তি লাগছে।