ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়ায় মুরগী মারাকে কেন্দ্র করে দ্বন্দ্ব প্রতিপক্ষের হামলায় আহত ১
Published : Wednesday, 2 June, 2021 at 12:00 AM, Update: 02.06.2021 1:02:11 AM
বরুড়ায় মুরগী মারাকে কেন্দ্র করে দ্বন্দ্ব প্রতিপক্ষের হামলায় আহত ১কুমিল্লার বরুড়ায় মুরগী মারাকে কেন্দ্র করে হামলায় আহত এক যুবক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত ২১ মে বরুড়া উপজেলার আমড়াতলীতে বিচার-সালিশের মধ্যে অতর্কিত হামলায় উপজেলার আমড়াতলীর জয়কামতা এলাকার নুরুল ইসলামের ছেলে ফরহাদ(১৪) আহত হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই ঘটনায় আহতের বড় ভাই মহিন কুমিল্লার আদালতে ২৪ মে একটি মামলা দায়ের করেন।
মামলার সূত্রে জানা গেছে, গত ২০ মে মামলার বাদী পক্ষের বাড়ির মুরগী বিবাদী পক্ষের বাড়ীতে প্রবেশ করলে, বিবাদীরা ভাতের সাথে বিষ দিয়ে কয়েকটি মুরগী মেরে ফেলে। এ নিয়ে বাদী মহিনের ভাই ভিকটিম ফরহাদের সাথে বিবাদীদের বাকবিতন্ডা হয়। এই ঘটনায় সাহেব সরদারের কাছে বিচার চায় বাদী পক্ষ। পরদিন বিবাদীদের বাড়িতে আয়োজন করা সালিশে উপস্থিত হয় উভয় পক্ষ। এসময় ফরহাদের উপর অতর্কিত ভাবে আক্রমণ চালায় মেহেদী হাসান, মনির হোসেন ও দৌলত মিয়া। ধারালো ছুরি ও লাঠিসোটা দিয়ে ফরহাদের শরীরের বিভিন্ন স্থানে আহত করে প্রতিপক্ষরা। পরে স্থানীয়দের সহযোগিতায় স্বজনেরা উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আবার কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতলে নিয়ে আসা হয়। এই ঘটনায় ২৩ মে বরুড়া থানায় যাওয়া হলেও বাদী পক্ষের অভিযোগ রাখেনি ডিউটি অফিসার। পরে বিজ্ঞ আদালতে বিচার প্রার্থনা করা হয়। মামলায় বরুড়ায় উপজেলার আমড়াতলীর জয়কামতা এলাকার মেহেদী হাছান(১৮), মোঃ শাহীন আহাম্মদ, মোঃ মনির হোসেন মুন, মোঃ দৌলত মিয়া ও মোসাঃ আমেনা বেগমকে অভিযুক্ত করা হয়।       
আহতের বড় ভাই ও বাদী মোঃ মহিন জানান, ফরহাদ বর্তমান কুমিল্লা ট্ওায়ার হাসপাতালে চিকিৎসাধীন আছে। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশনা দেয়া হয়েছে।