ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার মুমেন হত্যা : সাজাপ্রাপ্ত দুইজনকে আত্মসমর্পণের নির্দেশ
Published : Wednesday, 2 June, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের মুমেন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সাইফুল্লাহ মিয়া ও ইদুল্লা।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
মামলার এজাহার থেকে জানা যায়, কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের মৃত আবদুল মজিদ আখন্দের ছেলে মুমেনকে ২০০৫ সালের ১৩ জুলাই ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের বড় ভাই আবদুল মালেক আকন্দ বাদী হয়ে ১৬ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় বিচার শেষে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর এক রায়ে চারজনকে যাবজ্জীবন কারাদ- দেন।
সাজাপ্রাপ্তরা হলেন-একই গ্রামের খলিল মিয়ার দুই ছেলে এমতাজ মিয়া ও সাইফুল্লা মিয়া, আবদুল আজিজের ছেলে ইদুল্লা ও টুকু মিয়ার ছেলে শাহদাত। সাজাপ্রাপ্তদের মধ্যে এমতাজ ও শাহদাত পলাতক রয়েছেন।
পরে কারাবন্দি দুই আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়ে কারাগার থেকে মুক্তি পায়। এ অবস্থায় জামিন বাতিলের জন্য রাষ্ট্রপক্ষ আবেদন করে। সেই আবেদন শুনানি নিয়ে আজ এই আদেশ দেন আদালত।