ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যে গ্রামের ঘরে ঘরে যমজ সন্তান!
Published : Monday, 7 June, 2021 at 1:31 PM
যে গ্রামের ঘরে ঘরে যমজ সন্তান!বৈচিত্র্যময় এই পৃথিবীতে বিচিত্র সব মানুষ। বড় বিস্ময়, একজনের চেহারার সাথে আরেকজনের মিল খুঁজে পাওয়া যায় না। চিন্তা-ভাবনার সাথেও দেখা যায় ব্যাপক পার্থক্য।

কিন্তু এর মধ্যে কিছু মানুষ দেখতে একইরকম হয়। যখন তারা হয় যমজ। এরকম যমজের দেখা পাওয়াটা সহজ নয়। কিন্তু দেশে এমন একটি টুইন ভিলেজ-এর খোঁজ মিলেছে, যেখানে প্রতিটি ঘরে ঘরে যমজ!

ছেলে হোক মেয়ে হোক এখানে বহু বছর ধরে ঘরে ঘরে যমজ সন্তান জন্ম হচ্ছে। যে কারণে এই গ্রামের নামকরণ হয়েছে টুইন ভিলেজ।

এমনই এক মজার গল্প নিয়ে শুরু হতে যাচ্ছে আরটিভির নতুন ধারাবাহিক ‘টুইন ভিলেজ’। প্রচার সময় ৮ জুন থেকে প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ১০টায়।

নাটকটি রচনা করেছেন আজাদ কালাম ও সুজিত বিশ্বাস। পরিচালনা করেছেন আজাদ কালাম।

একটি দৃশ্যে প্রাণ রায় ও মিলন
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শ্যামল মওলা, শশী, সালহা খানম নাদিয়া, আরফান আহমেদ, সিদ্দিকুর রহমান, চিত্রলেখা গুহ, রহমত আলী, শামীমা নাজনীন, প্রাণ রায়, মম মোর্শেদ, এ্যানি খান, পুনম জুঁই, দীপান্বিতা, সুজিত বিশ্বাস প্রমুখ।

নির্মাতা আজাদ কালাম বলেন, ‘গল্পটি নতুন ধারার ও মজার। আমাদের বিশ্বাস এটি প্রচারের পর দর্শকদের মাঝে ভালোই সাড়া পড়বে।’