ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভয়ডরহীন ক্রিকেট খেলতে বললেন সুজন
Published : Monday, 7 June, 2021 at 4:00 PM
ভয়ডরহীন ক্রিকেট খেলতে বললেন সুজনওয়ানডেতে বাংলাদেশ বিশ্বের শক্তিশালী দলগুলোর একটি। সেই ২০১৫ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যে কোনো দলকে এই ফরম্যাটে চ্যালেঞ্জ করতে পারে টাইগাররা। তবে বাকি দুই ফরম্যাট- টেস্ট আর টি-টোয়েন্টিতে অবস্থা করুণ। ২১ বছরেও টেস্ট খেলার মানসিকতা তৈরি হয়নি। আর টি-টোয়েন্টি খেলতে কোনো হার্ডহিটার খুঁজে পাওয়া যায় না। বিসিবি গেম ডেভলপমেন্টের প্রধান খালেদ মাহমুদ সুজনের মতে, টি-টোয়েন্টিতে সাফল্য পেতে খেলতে হবে ভয়ডরহীন ক্রিকেট।

বর্তমানে ডিপিএল চলছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ওয়ানডের বদলে টি-টোয়েন্টি ফরম্যাটে ডিপিএল আয়োজন করা হয়েছে। তারপরেও প্রত্যাশিত খেলা দেখা যাচ্ছে না। মারকাটারি কোনো ইনিংসও চোখে পড়েনি। সুজন বলেন, 'আমি মনে করি আমরা পারি। যদি হেরে যাওয়ার ভয় থাকে, তাহলে খেলা যাবে না। স্বাধীনতা নিয়ে খেলতে গেলে আপনি আউট হতেই পারেন। রান না করলে আমি জাতীয় দলে খেলতে পারব না- এই মানসিকতা ত্যাগ করতে হবে। ব্যর্থতার কথা চিন্তা করে খেললে সফলতা মিলবে না।'

ডিপিএল শেষে জাতীয় দল যাবে জিম্বাবুয়ে সফরে। সেখানে টি-টোয়েন্টি ম্যাচের পরিমাণ বাড়ানো হয়েছে। কিন্তু দেশের মাটিতে যে উইকেটে ডিপিএল খেলা হচ্ছে- তাতে সফরের প্রস্তুতি ঠিকঠাক হবে কিনা তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। ডিপিএলের উইকেট নিয়ে সুজন বলেন, 'খারাপ যে বলব তা না। উইকেট ভালোই আছে। খেলোয়ারদের আর্থিক বিষয়টি বিসিবির মাথায় ছিল বলে অল্প সময়ে প্রিমিয়ার লীগ করার চিন্তা ভাবনা। তার মধ্যে বৃষ্টিতে ব্যাঘাত হচ্ছেই।'