ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কচ্ছপ গতিতে শুরু করলে ২০ ওভার শেষে বড় স্কোর গড়েছে দলটি।
উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও জিয়াউর রহমানের ব্যাটিংয়ের কল্যাণে ২০ ওভারে ৫ উইকেটে ১৬১ রান সংগ্রহ করেছে শেখ জামাল। সোহান ৩৪ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন। অপরাজিত থাকেন জিয়াউর রহমানও, ১৭ বলে ৩৫ রানে। শেষ ৫ ওভারে ৭৬ রান তুলেছেন এই দুজন।
মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান দুর্দান্ত বোলিং করেছেন। বল হাতে শুরুতেই আক্রমণে আসা সাকিব ৪ ওভারে মাত্র ১২ দিয়ে তুলে নিয়েছেন টপ অর্ডারের দুই উইকেট। সাকিবের প্রথম শিকার ওপেনার মোহাম্মদ আশরাফুল। দ্বিতীয় শিকার ফারদিন হাসান। আশরাফুল ২৪ বলে ১৫ রান করলেও ফারদিন ফিরেছেন শূন্য রান করে।
খরুচে বোলিং করেছেন পেসার আবু হায়দার রনি। ২ উইকেট নিলেও ৪ ওভারে তিনি দিয়েছেন ৫৩ রান। আবু জায়েদ রাহি ৪ ওভারে ৩৮ রান দিয়ে ছিলেন উইকেট-শূন্য।