পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে অনেকেই বিরাট কোহলির সঙ্গে তুলনা করেন। তার ব্যাটিং মেজাজ অনেকটাই বিরাট কোহলির সঙ্গে মিলে যায়। তবে রেকর্ডের দিক দিয়ে তিনি এখনও অনেক পিছিয়ে। ক্রিকেটবোদ্ধাদের মতে, বাবর যদি তার এই ফর্ম ধরে রাখতে পারেন তবে একদিন কোহলির কাছাকাছি চলে যাবেন। বাবরের অন্যতম আকর্ষণীয় শট হলো কাভার ড্রাইভ। এই নিখুঁত শট শেখার পেছনেও একটা গল্প আছে।
বাবর আজম এমন একজনকে দেখে এই শট শিখেছেন, যিনি পাকিস্তানের কেউ নন। কিংবা বাবরের আদর্শ বিরাট কোহলিও নন। তিনি 'মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি' খ্যাত এবি ডি'ভিলিয়ার্স। সাবেক প্রোটিয়া হার্ড হিটারের কাছ থেকেই নাকি বাবর নিঁখুত ভাবে কভার ড্রাইভ মারা শিখেছেন। খিলজি টাইমসে দেওয়া একটি সাক্ষাৎকারে বাবর আজমকে কভার-ড্রাইভ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানে তিনি বলেছেন, কভার ড্রাইভ নিয়ে তিনি অনেক বেশি পরিশ্রম করেন। এই শট নিখুঁত করতে তিনি এবিকে অনুকরণ করে থাকেন।
আইসিসি ব়্যাংকিংয়ে একদিনের ক্রিকেটে এখন শীর্ষে আছেন বাবর আজম। তার চেয়ে পিছিয়ে দুই নম্বরে আছেন বিরাট কোহলি। কিন্তু বাবর কখনই নিজেকে কোহলির সম পর্যায়ের দাবি করেননি। বরং তিনি বেশ কয়েকবারই বলেছেন, বিরাট কোহলি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। তার সঙ্গে তুলনা করায় বাবর গর্ববোধ করেন। একইসঙ্গে সব দিক থেকে কোহলিকে ছাপিয়ে যেতে চেষ্টা চালিয়ে যান বাবর আজম। ভবিষ্যতই বলে দেবে, বাবরের ক্যারিয়ার কোন উচ্চতায় পৌঁছে।
শধষবৎশধহঃযড়
এই রকম আরো খবর