বগুড়ার আদমদীঘির সান্তাহারে নেশা করে বাড়ি থেকে বেরিয়ে মাতাল অবস্থায় ঘুরছিল বাবু হোসেন (২২) নামের এক যুবক। পরে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে তিনি মারা যান।
সোমবার (৭ জুন) বিকেলে উপজেলার সান্তাহার পৌরশহরের স্টেশন কলোনির একটি পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
নিহত বাবু হোসেন উপজেলার সান্তাহার পৌর শহরের আমবাগান মহল্লার রঙমিস্ত্রি ফজলুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে মাদকাসক্ত ছিলেন বাবু হোসেন। ছোটখাটো চুরিও করতেন তিনি। সোমবার নেশা করে বাড়ি থেকে বেরিয়ে মাতাল অবস্থায় পৌর এলাকায় ঘুরছিলেন। এসময় স্টেশন কলোনির একটি পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে। তবে পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।