নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সন্দেহে গ্রেপ্তার শফিউল্লাহকে বাড্ডা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ। সোমবার ঢাকা মহানগর আদালতে হাজির করে তার সাত দিনের রিমান্ড চায় সন্ত্রাস প্রতিরোধ শাখার (এটিইউ) এসআই টিটু চন্দ্র ঘোষ।
আসামিপক্ষের আইনজীবী আব্দুল বাছেত রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন।
দুই পক্ষের আবেদনে শুনানি করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম নিভানা খায়ের জেসি।
২৫ বছর বয়সী সোহেল ওরফে শফিউল্লাহকে রোববার সন্ধ্যায় ঢাকার দক্ষিণ বাড্ডার আলাতুন্নেসা স্কুল রোডের একটি দোকান থেকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ।
পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহেলের কাছ থেকে চারটি মোবাইল ফোন, বেশ কিছু উগ্রবাদী মতাদর্শের বই ও চারটি হাতে লেখা ডায়েরি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় সন্ত্রাসবাদ প্রতিরোধ শাখার পরিদর্শক আল আমিন বাড্ডা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে অনলাইনে উগ্রবাদী মতাদর্শ প্রচার করছিলেন। দেশে-বিদেশে অবস্থানরত আনসার আল ইসলামের সদস্যদের সাথে ‘এনক্রিপ্টেড গ্রুপে’ যোগাযোগ রাখছিলেন।
“জিহাদের জন্য প্রশিক্ষণের আহ্বান করতেন।”
আনসার আল ইসলামের নতুন সদস্য সংগ্রহ ও সহযোগীদের কাছে সাংঠনিক খবরাখবর ও বিভিন্ন উগ্রবাদী মতাদর্শের বই আদান-প্রদানেও সোহেল জড়িত ছিলেন বলেও জানিয়েছে পুলিশের এই বিশেষায়িত শাখা।