ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারতে বিমান অবতরণের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা, ৮ যাত্রী আহত
Published : Monday, 7 June, 2021 at 9:39 PM
ভারতে বিমান অবতরণের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা, ৮ যাত্রী আহতভারতের কলকাতায় বিমান অবতরণ করার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সোমবার বিকাল পাঁচটার দিকে বিমান অবতরণের সময় প্রবল ঝাঁকুনিতে ৮ যাত্রী আহত হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও জিনিউজের।

খবরে বলা হয়, দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল ভিস্তারা-র ওই বিমান। ওই ঘটনায় আহত হয়েছেন ৮ যাত্রী।

জিনিউজের খবরে বলা হয়, মুম্বাই থেকে কলকাতায় আসছিল ভিস্তারা-র (Vistara) বিমানটি। বিকেল ৪টা ৫৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামার চেষ্টা করে। সেসময় প্রবল ঝাঁকুনি তৈরি হয় বিমানে। এতেই আহত হন বিমানের ৮ যাত্রী। 

কলকাতা বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে জিনিউজ জানায়, আহতদের  নিয়ে যাওয়া হয় বিমানবন্দরের কাছেই একটি বেসরকারি হাসপাতালে। আহতদের মধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। বাকি ৪ জনের চিকিত্সা চলছে। এদের মধ্যে ২ জন বয়স্ক মানুষ রয়েছেন। এক যাত্রী কাঁধে ও অন্য এক যাত্রীর মাথায় চোট রয়েছে বলে হালপাতাল সূত্রে জানা যাচ্ছে।

ঠিক কী কারণে ওই ঝাঁকুনি তা এখনও স্পষ্ট নয়। অবতরণের সময়ে হালকা ঝড় উঠেছিল। তবে তাতে কোনও ক্ষতি হওয়ার কারণ নেই বলে জানাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ফলে অবতরণের সময় কোনও যান্ত্রিক ত্রুটির কারণেই ওই সমস্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ফ্লাইট UK775 ১১১ জন যাত্রী নিয়ে উড়াল দিয়েছিল।