ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনামুক্ত হয়েছেন ইমরুল
Published : Tuesday, 8 June, 2021 at 12:00 AM
করোনামুক্ত হয়েছেন ইমরুলশ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলে সুযোগ না পাওয়ায় ইমরুলকে নিয়ে বেশ আলোচনা হয়েছিল মিডিয়ায়। ওই সিরিজের পরই শুরু হয় ডিপিএল। ইমরুলের জন্য এই ঘরোয়া টুর্নামেন্ট ছিল নিজেকে আবারও প্রমাণ করার মঞ্চ। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে বাধ্যতামূলক করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ এসেছিল। বেচারা ইমরুল পড়েন বিপদে।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে মাঠে নামার বদলে এই অভিজ্ঞ ওপেনারকে চলে যেতে হয় আইসোলেশনে। তার সঙ্গে আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরানও করোনা পজিটিভ হয়েছিলেন। তারা উভয়েই একাধিকবার পজিটিভ হন। তাদের বাদ রেখেই গত ৩১ মে শুরু হয় ডিপিএল। এবার জানা গেল, করোনামুক্ত হয়েছেন ইমরুল কায়েস।
গতকাল রবিবার করোনা পরীক্ষায় ইমরুল নেগেটিভ প্রমাণিত হন। প্রথম দফায় পজিটিভ আসার পর ২৯ মে আরও কয়েকবার করোনা পরীক্ষা করেছিলেন ইমরুল। যেখানে ৪ বারের মধ্যে তিনবার তার রিপোর্ট পজিটিভ আসে। ফলে ডিপিএলের প্রথম তিন রাউন্ডে খেলা হয়নি ইমরুলের। করোনা নেগেটিভ হওয়ায় দ্রুতই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।