ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিতাসে মিথ্যা মামলার ও অপপ্রচারের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা
Published : Tuesday, 8 June, 2021 at 12:00 AM
কবির হোসেন,তিতাস ঃ
কুমিল্লার তিতাস উপজেলায় মিথ্যা মামলা দায়ের ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন গ্রামবাসী। সোমবার বেলা ১১ টায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াকান্দি গ্রামের কয়েক শতাধিক নারী পুরুষ নয়াকান্দি বাজারে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। এসময় মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুজ্জামা খোকা , সাধারণ সম্পাদক মজিবুর রহমান শান্তি, সাবেক মেম্বার আবদু মিয়া, শাহ আলম মেম্বার, রোজিনা আক্তার, সুমি আক্তার, মনু মিয়া, মনিরুল ইসলাম, ডালিম মোল্লা ও মোস্তফা। তারা বলেন, নয়াকান্দি গ্রামের মৃত এনু মিয়ার ছেলে আলম, মাজারুল ইসলাম ও আলমের স্ত্রী বিউটি আক্তার যোগসাজসে মিথ্যা অভিযোগ দিয়ে একই গ্রামের রাসেল, রাজিব, চাঁন বাদশা, মোস্তফা, আক্তার হোসেন ও হাজ্বী শাহাবুদ্দিনের নামে  চাঁদাদাবি ও নারী নির্যাতনের অভিযোগ এনে বিউটি বাদী হয়ে কুমিল্লা কোর্টে একটি মিথ্যা মামলা করেন। এছাড়াও আলম ও তার স্ত্রী বিউটি গ্রামের নিরহ ও নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মামলার ভয় দেখিয়ে হয়রানি করে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে এবং সঠিক তদন্তের মাধ্যমে মামলাবাজ আলম ও তার স্ত্রী বিউটিকে আইনের আওতায় এনে গ্রামের নিরহ ও নিরপরাধ ব্যক্তিদের হয়রানি থেকে মুক্ত করতে আইন শৃংঙ্খলা বাহিনির প্রতি জোর দাবি জানান।