ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘এক সঙ্গে ৩০৭টি নমুনা পরীক্ষার পিসিআর ল্যাব বসবে কুমিল্লায়’
Published : Tuesday, 8 June, 2021 at 12:00 AM
মাসুদ আলম।।
সারাদেশে গত দুইবছরে কোভিড-১৯ এ মারা গেছেন ১২ হাজার আরও শুধু টিবি রোগেই আক্রান্ত হয়ে গত একবছরে মারা গেছেন ২৮ হাজার মানুষ। এতে আতংকিত না হয়ে এই রোগ প্রতিরোধে আমাদের সচেতনতার বিকল্প নেই। কারণ বর্তমান সরকার এই রোগের চিকিৎসায় বিভিন্ন আধুনিক যন্ত্রপাতিসহ তা প্রতিরোধে সকল ব্যবস্থা নিচ্ছেন। শুধু সঠিকভাবে চিকিৎসা নিলে এবং সচেতনতায় এই টিবি, যক্ষ্মা ও ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।  
সোমবার (৭ জুন) কুমিল্লা বিশ্বরোড ব্র্যাক কার্যালয়ে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় জেলা সিভিল সার্জন অফিসের প্রকল্প বাস্তবায়ন সেমিনারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম সভাপতির বক্তব্যে এসময় কথা বলেন।
কোভিড-১৯ পরবর্তী সংক্রামণ রোগ টিবি, এইচআইবি ও ম্যালেরিয়া রোগে আক্রান্ত ঝুঁকি এড়াতে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনারে তিনি আরও বলেন, করোনাভাইরাসের নমুনা পরিক্ষার জন্য আরও একটি উন্নতমানের পিসিআর ল্যাব  কুমিল্লা মেডিক্যাল কলেজে দেয়া হবে। যেটা দিয়ে একসাথে ৩০৭টি রিপোর্ট পাওয়া যাবে। তবে এই জন্য কর্তৃপক্ষ প্রয়োজনীয় দক্ষ জনবল লাগবে। যত তাড়াতাড়ি দক্ষ জনবল নিয়োগ দিতে পারে, তত তাড়াতাড়ি নমুনা পরীক্ষার মেশিনটি দেয়া যাবে।   
সেমিনারে এসময় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।
সেমিনারে আওয়ারনেন্স বিষয় পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন, ডিরিক্টর (এমবিডিসি) এবং এল ডি (টিবিএল) এবং (এএসপি) প্রফেসর ডাঃ মোঃ সামিউল ইসলাম।
সেমিনারে এসময় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ মীর মোবারক হোসাইন, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবুল কালাম আজাদ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন, (টিবি) ব্র্যাক এরিয়া সুপারভাইজার সিনিয়র মোহাম্মদ জাফরুল আলম।
এই সেমিনারে কুমিল্লাসহ চট্টগ্রাম বিভাগের সকল জেলার সিভিল সার্জন গণ, বেসরকারি মেডিকেল কলেজের পরিচালক বৃন্দ, বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি, ঈমাম ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।