চৌদ্দগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে আহত
অস্ত্র হাতে নৃত্য করা আরেক যুবক গ্রেপ্তার
Published : Sunday, 13 June, 2021 at 12:00 AM, Update: 13.06.2021 1:53:19 AM
চৌদ্দগ্রাম
প্রতিনিধি: চৌদ্দগ্রামে মাদক ব্যবসায় বাধা দেয়ায় দেলোয়ার হোসেন নামের এক
ব্যবসায়ী কে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করারপর অস্ত্রহাতে নৃত্য করা আরো
এক যুবক গ্রেফতার হয়েছে। তার নাম মাহমুদুর রহমানওরফে মেহেদী (২৪)। গত
শুক্রবার রাতে জেলার সদর দক্ষিণ থানাধীন রাজেশপুর পূর্বপাড়া এলাকায় র্যাব
বিশেষ অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেফতার করে র্যাব। সে ব্যবসায়ী দেলোয়ারকে
হত্যাচেষ্টা মামলার আসামি। গ্রেফতারকৃত মেহেদী উপজেলার উজিরপুর ইউনিয়নের
কোমারডোগা গ্রামের মৃত আবদুল মান্নানের পুত্র। শনিবার দুপুরে তথ্যটি
নিশ্চিত করেছেন র্যাব-১১, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার
নাজমুছ সাকিব।
গতকাল শনিবার দুপুরে র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,
গত ১৪ মে রাতে কোমারডোগা গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র ব্যবসায়ী
দেলোয়ার হোসেন মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মাদক ব্যবসায়ীরা তাকে হত্যা করার
উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এরপর মাদক ব্যবসায়ীরা লুঙ্গী
ড্যান্স গানের তালে অস্ত্র হাতে উল্লাস করে, যা বিভিন্ন সামাজিক যোগাযোগ
মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে
র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার
রাতে রাতে সদর দক্ষিণ থানাধীন রাজেশপুর পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান
পরিচালনা করে। অভিযানকালে ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে হত্যাচেষ্টা মামলার
পলাতক আসামী মেহেদী গ্রেফতার করতে সক্ষম হয়।মেহেদী এ মামরার মামলা ান্যতম
আসামী।মামলা দায়ের পর থেকে সে পলাতক ছিল।এঘটনায় র্যাব এর আগে আরো দুই জনকে
গেস্খফতার করেছে বলে জানায় র্যাবের মেজর তালুকদার নাজমুছ সাকিব।