Published : Monday, 14 June, 2021 at 12:00 AM, Update: 14.06.2021 1:29:42 AM
মাসুদ আলম।। কুমিল্লায়
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সাড়ে চারশ ছাড়িয়েছে। এছাড়াও
রবিবার করোনায় আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন আরও তিনজন। এর মধ্যে দুইজন
নারী ও একজন পুরুষ।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন
এলাকায় ৭০ বছরের এক নারীকুমিল্লা নাঙ্গলকোট উপজেলার ৫৩ বছরের এক নারী ও
সদর দক্ষিণ উপজেলায় ৫০ বছরের এক পুরুষ। তাদের মধ্যে দুই জন করোনা আক্রান্ত
হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
রবিবার
কুমিল্লা সিভিল সার্জন অফিস জানান, গত বছরের (১১ এপ্রিল) থেকে রবিবার (১৩
জুন) পর্যন্ত এ নিয়ে কুমিল্লা জেলায় করোনায় মৃত ব্যক্তির সংখ্যা ৪৫১ এ
পৌঁছেছে।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রবিবার
কুমিল্লা জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৫ জন। এর মধ্যে
সিটি করপোরেশন এলাকায় ৬ জন, চান্দিনা, সদর দক্ষিণ, বুড়িচং ও নাঙ্গলকোটে
একজন করে, মনোহরগঞ্জে দুইজন এবং আদর্শ সদর উপজেলায় তিনজন।
গত ২৪ ঘন্টায়
প্রাপ্ত ১৭৬টি করোনা রিপোর্টের মধ্যে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে
জেলায় করোনা শনাক্তের সখ্যা ১৩ হাজার ৩৮ জনে পেঁছেছে। আক্রান্তদের মধ্যে
সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৫৩ জন।
রবিবার শুধুমাত্র কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ৪০ জন।