চৌদ্দগ্রামে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা
Published : Sunday, 20 June, 2021 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম ||
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির এডভোকেট হুমায়ন কবির পাটোয়ারী। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মজুমদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন আহম্মেদ মজুমদার ফিরোজ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী জসীম উদ্দিন, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুর রাজ্জাক, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গাজী কবির, কুমিল্লা মহানগর যুবদল নেতা রাসেল আহাম্মদ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিয়াউর রহমান, সদস্য সচিব ইসহাক ব্যাপারী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, বিএনপি নেতা আবু সাঈদ মেম্বার, আহসান হাবিব জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক পিন্টু, পৌর বিএনপি নেতা কবির চৌধুরী, উপজেলা যুবদল নেতা মির্জা হিরণ, স্বেচ্ছাসেবক দল নেতা বেলাল হোসেন, উপজেলা ছাত্রদল নেতা তোফায়েল আহমেদ বাবলু, চৌদ্দগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এম দিদার হোসেন। এ সময় বিভিন্ন ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।