ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চট্টগ্রামে করোনায় আরও ৩ জনের মৃত্যু
Published : Saturday, 26 June, 2021 at 1:02 PM
চট্টগ্রামে করোনায় আরও ৩ জনের মৃত্যুকরোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুন) গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। একই সময়ে চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ২১৬ জন। এ নিয়ে জেলায় ৫৭ হাজার ৩৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।

সিভিল সার্জন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের নয়টি ল্যাবে এক হাজার ৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১৬ জন পজিটিভ শনাক্ত হন। তাদের মধ্যে ১৩৯ জন নগরীর বাসিন্দা, বাকি ৭৭ জন বিভিন্ন উপজেলার।’

এর আগে শুক্রবার (২৪ জুন) চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হন ২৭৪ জন। বৃহস্পতিবার শনাক্ত হন ২৪৭ জন।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪০৬টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৮৯টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চবি ল্যাবে ৪৬ জন, বিআইটিআইডি ল্যাবে ৬৭ জন, চমেক ল্যাবে ২৩ জন, সিভাসু ল্যাবে ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

অন্যদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৮টি নমুনা পরীক্ষা করে ২৬ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১১৫টি নমুনা পরীক্ষায় ১০ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩২টি নমুনা পরীক্ষা করে ১০ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে নয়টি নমুনা পরীক্ষায় পাঁচ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া কক্সাবাজার হাসপাতাল ল্যাবে চট্টগ্রামের ৯১টি নমুনা পরীক্ষা করে ছয় জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।