ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্মৃতিসৌধে সেনাপ্রধানের শ্রদ্ধা
Published : Saturday, 26 June, 2021 at 1:16 PM
স্মৃতিসৌধে সেনাপ্রধানের শ্রদ্ধাসাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার (২৬ জুন) বেলা ১১টার দিকে তিনি স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় সেনাপ্রধান শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সই শেষে ১১টা ১০ মিনিটে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের জন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ জুন) নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ওইদিন বিকালে বিদায়ী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। বৃহস্পতিবার সকালেই তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জেনারেলের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। গত ১০ জুন বৃহস্পতিবার লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়।