ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপুরে ব্যবসায়ী খুন : দ্বিতীয় স্ত্রীসহ আটক ৪
Published : Saturday, 26 June, 2021 at 2:02 PM
চাঁদপুরে ব্যবসায়ী খুন : দ্বিতীয় স্ত্রীসহ আটক ৪চাঁদপুরে ব্যবসায়ী রেহান উদ্দিন মিজি খুনের ঘটনায় দ্বিতীয় স্ত্রীসহ সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান সদর থানার ওসি আবদুর রশিদ।

বৃহস্পতিবার বিকালে শহরের ট্রাকরোড এলাকার ভাড়া বাসা থেকে পুলিশ ৪৫ বছর বয়সী রেহান উদ্দিন মিজির মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে তার প্রথম স্ত্রী পারভীন বেগম থানায় হত্যা মামলা দায়ের করেন।

ওসি রশিদ বলেন, রেহান ২০১৯ সালে সদর উপজেলার সাপদী গ্রামের আবুল কাশেম ঢালীর মেয়ে স্বপ্না বেগমকে বিয়ে করেন। তাকে হাইমচর উপজেলার আলগী বাজার এলাকায় রাখেন। তবে এই দ্বিতীয় বিয়ের খবর তার প্রথম স্ত্রী পারভীন জানতেন না।

তিনি বলেন, হত্যাকাণ্ডে পর খুনি ধরতে অভিযানে নামে পুলিশ। রেহানের মোবাইল ফোনের কল রেকর্ড অনুসন্ধান করে দ্বিতীয় স্ত্রী স্বপ্না বেগমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জয়নাল, মাসুদ ও হারুন নামে আরও তিনজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

জিজ্ঞাসাবাদ শেষে পরের পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

জেলার পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে রেহান তার প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন।

“রেহান জুয়া খেলাসহ কিছুটা বেপরোয়া জীবন যাপন করতেন। আমরা সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে জিজ্ঞাসাবাদ করছি। প্রাথমিকভাবে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি।”

রেহান শরীয়তপুরের সখিপুর থানার তারাবুনিয়া এলাকার আবদুর রব মিজির ছেলে।গত দুই বছর ধরে চাঁদপুর শহরের ট্রাকরোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার চার সন্তানের মধ্যে তিন মেয়ের বিয়ে হয়েছে। তারা শ্বশুর বাড়িতে থাকেন। রেহানের ছেলে ওমান প্রবাসী। ড্রেজার দিয়ে বালি তোলার ব্যবসায় করতেন রেহান উদ্দিন।