প্রায় ২৭ লক্ষ টাকা ব্যয়ে দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা একতলা বিশিষ্ট নতুন ডিজাইনে কমিউনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করেন মরিচা ছায়েদ আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ক্লিনিকের জমিদাতা কামরুল হাছান ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন রাজামেহার ইউনিয়ন আওয়ামীলীগ সহসভাপতি প্রফেসর জাবেদ সারোয়ার, মরিচা আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি মো. মোসলেহ উদ্দীন চারু, সাধারণ সম্পাদক ডা. মো: জসিম উদ্দিন, ইউপি সদস্য নুরুল ইসলাম খান, ঠিকাদার মো. আরিফ, বশির উল্লাহ মাঝি, ডা. বাবুল , মো. ওহাব মাঝি, মো. কুদ্দুসসহ জনস্বাস্ব্য প্রকৌশল কর্মকর্তাবৃন্দ।
জমিদাতা কামরুল হাছান ভূঁইয়া বলেন, প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে কমিউনিটি ক্লিনিক। এ কমিনিউটি ক্লিনিকের মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষেরা গ্রামে থেকেই সব ধরণের স্বাস্থ্য সেবার পরামর্শ ও জীবন রক্ষাকারী ওষুধ পাবেন। তিনি আরও বলেন, দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের একান্ত নির্দেশনা ও প্রচেষ্টায় এ কমিউনিটি ক্লিনিক হচ্ছে। আমি আশা করব, এতে গরিব ও অসহায় মানুষরা উপকৃত হবে।
এ ব্যাপারে সংসদ সদস্য রাজী মো. ফখরুল বলেন, গ্রামের মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে মরিচায় প্রায় ২৭ লক্ষ টাকা ব্যয়ে কমিউনিটি ক্লিনিকর নির্মাণ কাজ শুরু হয়েছে। ক্লিনিকটির কাজ টেঁকসই ও দ্রুত করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। খুব তারাতারি ক্লিনিকটি উদ্বোধন করা হবে।