ব্রাহ্মণপাড়ায় পরিবেশ বান্ধব বিষমুক্ত সবজি উৎপাদন প্রশিক্ষণ সম্পন্ন
ইসমাইল নয়ন
Published : Saturday, 26 June, 2021 at 8:19 PM
স্হানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)'র সহায়তায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের নিয়ে পরিবেশ বান্ধব বিষমুক্ত সবজি উৎপাদন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বাস্তবায়নকারী সংস্থা উপজেলা পরিষদ ব্রাহ্মণপাড়া'র আয়োজনে শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়। উপজেলা নির্বাহি অফিসার ফৌজিয়া সিদ্দিকা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন। প্রশিক্ষক হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মাহবুবুল হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মজিবুর রহমান এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রেহান উদ্দিন। কৃষি অফিসের উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলেটর মোঃ ইয়াছিন আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার মোঃ হোসেন মিয়া, মোঃ তোফাজ্জল হোসেন এবং মোঃ শামসুল ইসলামসহ কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রশিক্ষণে পরিবেশ বান্ধব বিষমুক্ত সবজি উৎপাদনের বিষয়ে করণীয় নিয়ে বক্তারা মূল্যবান বক্তব্য পেশ করেন।