Published : Thursday, 1 July, 2021 at 12:00 AM, Update: 01.07.2021 1:15:48 AM
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা সহায়তামূলক সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন - বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন বিনা মূল্যে সংগ্রামী (গরীব) শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে আসছে। এই সেবামূলক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকার স্বনামধন্য চিকিৎসক বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ডাঃ ফেরদৌস খন্দকার পাঁচ হাজার খাতাসহ শিক্ষা সামগ্রী বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন দেবিদ্বার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাহাবুব আলম এর মাধ্যমে পাঠিয়েছেন। গতকাল শিক্ষা সামগ্রী গ্রহন করেন বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। এ সময় তিনি মানবতার সেবক ডাঃ ফেরদৌস খন্দকার এর নিকট কৃতজ্ঞতা জানান ও করোনা সংক্রমণ কমে আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলে সংগ্রামী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ শুরু হবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন কুমিল্লা জেলা কমিটির সহ -সভাপতিও বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি রাসেল সরকার, সাংগঠনিক সম্পাদক ডিএম রিয়াদ, খাগড়াছড়ি জেলা কমিটি সাধারণ সম্পাদক ও কুমিল্লা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজস্ব কর্মকর্তা আলমগীর হোসেন, ব্রাহ্মনবাড়িয়া জেলা কমিটি সাধারণ সম্পাদক মো.আবদুর রহমান,চৌদ্দগ্রাম উপজেলা কমিটির সভাপতি আবু নেছার উদ্দিন, ব্রাহ্মনপাড়া উপজেলা কমিটির সভাপতি মো মেহেদী হাসান, হোমনা উপজেলা কমিটির সহ-সভাপতি ও কুমিল্লা আইডিয়াল কলেজের ফিন্যান্স, ব্যাংকিং বীমা বিভাগের প্রভাষক হাসান ভূইয়া,চান্দিনা উপজেলা কমিটির সভাপতি হানিফ মোছাব্বীর প্রমুখ।